Ticker

6/recent/ticker-posts

ভার্চুয়াল বক্স কি এবং কিভাবে ইনষ্টল করতে হয়?

Oracle VirtualBox কি? ( What is VirtualBox in Bengali )

ওরাকেল ভার্চুয়াল বক্স হল ডেক্সটপের জন্য একটি ওপেন সোর্স ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে হোস্ট অপারেটিং সিস্টেম থেকে হার্ডওয়্যার রিসোর্স যেমন RAM, CPU, Disk Memory, GPU প্রভৃতি শেয়ার করে এক বা একাধিক অপারেটিং সিস্টেম ভার্চুয়ালি চালানো সম্ভব। এই সফটওয়্যারটি উইন্ডোজ, লিনাক্স, ম্যাক এবং সোলারিজ সকল অপারেটিং সিস্টেমের জন্যই ফ্রি-তে পাওয়া যায়। যে অপারেটিং সিস্টেমে ইনস্টল থেকে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করে তাকে হোস্ট অপারেটিং সিস্টেম এবং যে অপারেটিং সিস্টেম এই রিসোর্স ব্যবহার করে ইনস্টল হয় তাকে গেস্ট বা ভার্চুয়াল অপারেটিং সিস্টেম বলে।

VirtualBox in bengali
VirtualBox Bangla Tutorial

ভার্চুয়াল বক্স প্রথম ২০০৭ সালে ডেভেলপ করেছিল Innotek GmbH কোম্পানি এবং ওপেন সোর্স রেখেছিল, পরবর্তীতে Sun Microsystems এই কোম্পানিকে কিনে নেয়। এরপর ২০১০ সালে Oracle Corporation এই Sun Microsystems কে কিনে নেয় যার জন্য Virtualbox এর নামকরণ Oracle Virtualbox হয়।


ভার্চুয়াল বক্সের প্রয়োজনীয়তা 

ধরুন আপনার কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে। এবার স্কুল, কলেজ বা অফিসের কাজের জন্য লিনাক্স ব্যবহার করতে হবে কিন্তু আপনি চাইছেন না আপনার উইন্ডোজ ডিলিট করে লিনাক্স ইনস্টল করতে, সেক্ষেত্রে আপনাকে ডুয়াল বুট অথবা ভার্চুয়ালাইজেশন করতে হবে। ডুয়াল বুট একটু জটিল প্রক্রিয়া, ভার্চুয়ালাইজেশন তুলনামূলক কম জটিল আর ভার্চুয়াল বক্স এমনই একটি সফটওয়্যার যার সাহায্যে কোনো অপারেটিং সিস্টেমের ভার্চুয়ালাইজেশন সম্ভব।

Android X86 on Virtual Box
Android X86 on VirtualBox
 

ভার্চুয়াল বক্সের সুবিধা

  • ভার্চুয়াল বক্সের সাহায্যে একটি সিস্টেমে একসাথে অনেক গুলি OS ভার্চুয়ালি ইনস্টল এবং ব্যবহার করা সম্ভব। 

  • ভার্চুয়াল বক্স একটি ক্রস প্লার্টফর্ম সফটওয়্যার যার ফলে ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, সোলারিজ সকল অপারেটিং সিস্টেমেই এই সফটওয়্যারটি ইনস্টল করা যাবে।

  • এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার। তাই এর সাপোর্টও খুব ভালো এবং প্রতিটি Bug খুব দ্রুত ফিক্স হয়। 

  •  পারসোনাল কাজের জন্য এটি সম্পূর্ণ একটি ফ্রি সফটওয়্যার। কমার্শিয়াল কাজের ক্ষেত্রে VirtualBox Extension Pack এর লাইসেন্স বাবদ কিছু টাকা পে করতে হয়।

  • ভার্চুয়াল বক্সে যত খুশি Snapshot নেওয়া যায়। 

  • এটি extension pack এ Virtual Machine encryption এর সুবিধা দেয়।

  • ভার্চুয়াল বক্সে host এবং virtualized OS এর মধ্যে clipboard শেয়ার করা সম্ভব। 

  • নতুন নতুন অপারেটিং সিস্টেম গুলিকে ডুয়াল বুট করে চেক করার থেকে ভার্চুয়াল বক্সে ইনস্টল করা বেশি সুবিধাজনক। 


ভার্চুয়াল বক্সের কিছু অসুবিধা 

  • ভার্চুয়াল বক্সে কিছু কিছু প্রসেস এর ক্ষেত্রে হোস্ট প্রসেসরের থেকে রিকুয়েস্ট অ্যাপ্রুভ হয়ে সেটি সম্পন্ন হয় যার ফলে মেইন অপারেটিং সিস্টেম চেয়ে অনেক ক্ষেত্রে কম দ্রুত কাজ করে। 

  • ভার্চুয়াল বক্সে 3D graphics এর জন্য লিমিটেড সাপোর্ট রয়েছে। 

  • ভার্চুয়াল বক্সে OS হার্ডওয়্যার রিসোর্স যেমন  RAM, CPU এবং GPU এসবের full access পায়  না। 


ভার্চুয়াল বক্স কিভাবে ইনস্টল করতে হয়? ( How to install VirtualBox in Bengali )


VirtualBox in bengali
Download VirtualBox

  • ডাউনলোডের সময় আপনার Host OS অনুযায়ী সফটওয়্যারটি ডাউনলোড করবেন যেমন - যদি আপনি উইন্ডোজে ইনস্টল করতে চান তাহলে Windows host এ ক্লিক করে ডাউনলোড করবেন এবং ম্যাক এবং লিনাক্সের ক্ষেত্রে OS X এবং Linux Distribution এ ক্লিক করবেন। 

  • ডাইনলোড কমপ্লিট হলে সিস্টেমে অন্যান্য সফটয়্যার যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করতে হবে। যেমন উইন্ডোজের ক্ষেত্রে - 

  • ফাইলটিতে Run as administrator এ ক্লিক করে 

Run as administrator
  • Next এ ক্লিক করতে হবে 

Welcome Menu

  • তারপর installation লোকেশন দিয়ে নেক্সট করতে হবে 
 
installation location menu

  • তারপর আবার নেক্সট নেক্সট করে ইনস্টল করে নিতে হবে

install process

  • সব শেষে ইনস্টল হয়ে গেলে এমন ইন্টারফেস ওপেন হবে -

VirtualBox installed

এবার এখানে new অপশনে ক্লিক করে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করে পছন্দের OS এর ISO ফাইল ডাউনলোড করে বিভিন্ন OS ইনস্টল করা যাবে। 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ