Android Studio
Android App Development এর জন্য Android Studio হল Google এর বানানো অফিসিয়াল টুল। Android Phone, Android Watch, Android TV, Android Tablet এই সব ডিভাইসের জন্য Application বানানো সম্ভব এই Android Studio এর দ্বারা। Android Studio উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, ক্রোম OS সব অপারেটিং সিস্টেমের জন্যই available এবং আজকে আমরা জানবো কীভাবে উবুন্টু বা লিনাক্সে Android Studio ইনস্টল করতে হয়।![]() |
Install Android Studio in Linux Bangla Tutorial |
লিনাক্সে Android Studio ইনস্টল করার জন্য যেমন সিস্টেম প্রয়োজন -
GNOME or KDE desktop tested on gLinux based on Debian64-bit distribution capable of running 32-bit applications
GNU C Library (glibc) 2.19 or later
4 GB RAM minimum, 8 GB RAM recommended
2 GB of available disk space minimum,
4 GB Recommended (500 MB for IDE + 1.5 GB for Android SDK and emulator system image)
1280 x 800 minimum screen resolution
Android Studio installation on Linux Bangla Tutorial
আমরা আজকে জানবো লিনাক্সে কিভাবে Android Studio ইনস্টল করতে হয়। আর যেহেতু আমি লিনাক্সের Ububtu ডিস্ট্রো ব্যবহার করে টিউটোরিয়ালটি বানিয়েছি, তাই বলা যেতে পারে আমরা আজকে জানবো Ubuntu তে কিভাবে Android Studio ইনস্টল করতে হয়।- সবার প্রথমে Android Studio এর অফিসিয়াল সাইটের এই URL এ ক্লিক করে Android Studio এর লিনাক্স ভার্সন ফাইল ডাউনলোড করে নেব।
- ডাউনলোড করার পর show in folder এ ক্লিক করে ডাউনলোড ফোল্ডারে যাবো।
- তারপর zip ফাইলকে unzip করবো zip ওপর রাইট ক্লিক করে extract here অপশনে ক্লিক করে।
- এবার আমরা terminal এ unzip করা ফোল্ডারের মধ্যে চলে এসেছি।
- এবার আমাদের কাজ হবে সেই ফোল্ডারের মধ্যে থাকা android-studio ফোল্ডারটিকে cut করে লিনাক্সের root ফোল্ডারের /usr/local বা /opt ফোল্ডারে move করতে হবে। এখানে /usr/local এ move করলে লিনাক্সের বর্তমানে ব্যবহার হওয়া User Profile শুধুমাত্র সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে আর /opt ফোল্ডারে move করলে সেই লিনাক্স সিস্টেমের যেকোনো user profile সেই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে।
- তাই আমরা এখানে /opt ফোল্ডারে ফাইলটিকে মুভ করবো।
- এরপর সিস্টেমের পাসওয়ার্ড চাইবে সেটা দিলেই android-studio ফোল্ডারটি লিনাক্স সিস্টেমের root ফোল্ডারের মধ্যে থাকা opt ফোল্ডারে move হয়ে যাবে আর আমাদের কাজও শেষ হবে।
- এবার Ubuntu এর show অপশনে ক্লিক করে Android Studio সফটওয়্যারটিকে দেখতে পাবো আর সেখানে ক্লিক করে সফটওয়্যারটি অনও করতে পারবো।
- আর Terminal দিয়ে Android Studio অন করার জন্য Terminal খুলে কমান্ড দিতে হবে cd /opt/android-studio/bin/ আর তারপর ./studio.sh তাহলেই এন্ড্রয়েড স্টুডিও ওপেন হয়ে যাবে।
![]() |
Run Android Studio using command in Terminal |
- এরপর কিছু সেটিংস নেক্সট নেক্সট করে finish করলেই হয়ে যাবে।
- ইনস্টল কমপ্লিট হলেই নিচের ছবিটির মতোই Android Studio অন হয়ে যাবে।
![]() |
Android Studio Successfully Installed |
- এবার Create New Project এ ক্লিক করে নতুন প্রজেক্ট শুরু করতে পারবেন নিচের মতোই।
![]() |
New Project Created |
এবার আপনি আপনার লিনাক্সে android project নিয়ে কাজ করতে পারবেন ও app ডেভেলপ করতে পারবেন।
পোস্টটি ভালো লাগলে জানাবেন এবং কোথাও কোনো problem হলে কমেন্টে জানাতে পারেন।
0 মন্তব্যসমূহ