Ticker

6/recent/ticker-posts

কীভাবে ইউবান্টু তে Avro keyboard ইন্সটল করতে হয়?

কীভাবে লিনাক্সে বাংলা লিখতে হয়? How to write Bangla in Linux?

লিনাক্সে বাংলা লেখার জন্য অভ্র ভার্চুয়াল কিবোর্ড ইন্সটল করা দরকার। কীভাবে লিনাক্সে Avro Keyboard ইন্সটল করতে হয় জানতে বিস্তারিত পড়ুন। Linux Bangla Typing নিয়ে পোস্টে আলোচনা করা হয়েছে।

avra installation in ubuntu
Avra installation in Ubuntu

অভ্র কিবোর্ড কি? 

Avro Keyboard একটি ওপেন সোর্স ও ফ্রি ভার্চুয়াল কিবোর্ড সফটওয়্যার যার সাহায্যে আমরা খুবই সহজ উপায়ে বাংলা লিখতে পারি। Avro Keyboard এই সফটওয়্যারটি বানিয়েছে Mehdi Hasan Khan ও তার OmicronLab টিম। এটি Microsoft Windows, Mac OS, Linux, Android এবং iOS এর মতো সমস্ত অপারেটিং সিস্টেমের জন্য পাওয়া যায়। যদিও Android এবং iOS এর জন্য বানানো কিবোর্ডটি unofficial সফটওয়্যার কিন্তু সেটি Avro Keyboard ওপেন সোর্স প্রোজেক্টকে কাজে লাগিয়ে বানানো। Avro Keyboard এই সফটওয়্যারটি Avro Phonetic এই Layout টি বাদেও অন্যান্য Layout গুলিও সাপোর্ট করে, যেমন - Probhat, Munir Optima, এবং Avro Easy তবে Avro Phonetic সবচেয়ে বেশী জনপ্রিয় কারণ এই Layout টির সাহায্যে খুব সহজেই English টাইপিং এর মতই বাংলা লেখা যায়। Avro Keyboard এর আরও কয়েকটি ফিচার গুলির মধ্যে অন্যতম হল Spell CheckerWord Suggestion কারণ MS Word অথবা Libre Office সফটওয়্যার গুলিতে বাংলার জন্য কোন Spell CheckerWord Suggestion ফিচার নেই। 

কীভাবে Ubuntu অপারেটিং সিস্টেমে Avro keyboard ইন্সটল করতে হয় ? 

  • Avro keyboard ইন্সটল করার জন্য প্রথমে Ubuntu এর সিস্টেম Settings থেকে Region & Language সেটিংসে যেতে হবে 
write bangla in ubuntu
Ubuntu System Setting 

  • সেখানে Manage Installed Languages অপশনে ক্লিক করলে একটি Window ওপেন হবে
avra install linux
Manage Installed Languages

  • যেখানে Install / Remove Languages অপশন দেখাবে সেখান থেকে Bangla সিলেক্ট করে Apply করে দিতে হবে অর্থাৎ 
Settings >> Region & Language >> Manage Installed Languages >> Install / Remove Languages >> Bangla >> Apply

Install / Remove Language in ubuntu
Install / Remove Languages

  • এতে সিস্টেমে বাংলা ভাষা ইন্সটল হয়ে যাবে কিন্তু বাংলা কিবোর্ড না। বাংলা কিবোর্ড বা Avra Phonetic ইন্সটল করার জন্য আরও কিছু স্টেপ আছে যেগুলো ফলো করে ইন্সটল করতে হবে।  

  • তার জন্য সবার প্রথমে Terminal ওপেন করব 
terminal ubuntu
Terminal in Ubuntu

  • আর Avra এর ibus ইন্সটল করে নেব sudo apt install ibus-avro এই কমান্ড দিয়ে এরপর সিস্টেমের Super User এর পাসওয়ার্ড চাইবে সেটা দেওয়ার পর সিস্টেমে ibus ইন্সটল হয়ে যাবে। 
ibus in ubuntu
ibus Installation

  • Avra একটি Open Source প্রোজেক্ট তাই এর সম্পূর্ণ কোড সহ রান ফাইল Git Hub এ আপলোড আছে । আমরা এবার সেখান থেকে শুধু রান ফাইলটি ডাউনলোড করব নীচের লিংকটি মাধ্যমে 
  • https://github.com/maateen/avro/releases
Download Avra in Ubuntu
Download Avra

  • এরপর Terminal থেকে Downloads ফোল্ডারে যাব যেখানে ফাইলটি ডাউনলোড হল cd Downloads এই কমান্ডটি দিয়ে।  
Avra Download Linux
Goto Download Folder

  • এবার সেই ডাউনলোড হওয়া ফাইলটিকে ইন্সটল করব sudo dpkg -i avro_*_all.deb এই কমান্ড দিয়ে যাবে।  
install bangla keyboard
Install Downloaded Package

Installation of  Package Avra
Installation of  Package

  • এরপর Terminal এ dependency errors বা তেমন কোন Error Show করলে নীচের দেওয়া কমান্ডটি Run করাবো আর কোন Error না দিলে এই স্টেপটি স্কিপ করব।  
  • sudo apt-get install -f
dependency errors
If dependency errors

  • এবার সিস্টেমে Avra ইন্সটল হয়ে গেছে তবে বাংলা লেখার জন্য আরও কিছু স্টেপ আছে যেগুলো ফলো করতে হবে সেগুলি হল-
  • সিস্টেমের Settings এ যেতে হবে 
Ubuntu System Setting
Ubuntu System Setting

  • সেখানে Region & Language সেকশন থেকে Manage Installed Languages অপশনে ক্লিক করে
ibus in Ubuntu
ibus in Ubuntu

  • Keyboard Input Method Systemibus সেট করা না থাকলে সেট করে দিতে হবে।  
  • তারপর Terminal এ এসে ibus restart কমান্ডটি Run করাতে হবে। 
ibus restart
ibus restart

  • তারপর আবার Settings এর Region & Language সেকশনে যেতে হবে 
Download Avra in Ubuntu
Ubuntu System Settings

  • আর '+’ চিহ্নে ক্লিক করে Bangla(Bangladesh) অথবা Bangla(India) তে ক্লিক করে
Download Avra in Ubuntu
Bangla(India) or Bangla(Bangladesh)

  • Bangla(Avra Phonetic) সিলেক্ট করে ওপরের Add বাটনে ক্লিক করতে হবে। 
avra install
Bangla(Avra Phonetic)

Download Avra
Bangla(Avra Phonetic) Added

  • ব্যাস কাজ শেষ এবার বাংলা লেখার জন্য Task Bar এ একটি Icon চলে এসেছে 
avra
Avra icon on task bar

যেখানে ক্লিক করলে English না Bangla কোন ভাষায় লিখব তা সিলেক্ট করা যাবে এবং Bangla সিলেক্ট করার মাধ্যমে বাংলা লেখা  সম্ভব।

কীভাবে Avro Keyboard দিয়ে বাংলা লিখবেন?

Avro Phonetic এই Layout টি ব্যবহার করে বাংলা লেখা একদমই সহজ শুধু বাংলার মতো উচ্চারণে English এ লিখে যেতে হবে -
যেমন - ami banglay gan gai লিখলে হয়ে যাবে আমি বাংলায় গান গাই।
Writing Bangla using Avra
Write Bangla in Linux

তবে বিস্তারিত ও খুঁটিনাটি জানতে Omicronlab এর Official PDF টি অনলাইনে পড়ে নিতে পারেন।

আজকে আমরা জানলাম -

  • Bangla keyboard for linux
  • How to install bangla keyboard on ubuntu
  • Linux bangla font
  • Ubuntu bangla type
  • Ubuntu bangla keyboard
  • Ubuntu bangla software
  • Linux bangla tutorial

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন এবং কোন সমস্যা হলে কমেন্টে জানান আর এমন পোস্ট আরও পেতে সাথে থাকুন Technical Bhaskar  ব্লগের সাথে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ