Ticker

6/recent/ticker-posts

Android সম্পর্কিত কিছু মজার তথ্য (Android Facts)

Android Facts Bangla
Android Facts

এই Android Operating System সম্পর্কিত অনেক অজানা তথ্য রয়েছে সেই অজানা তথ্য নিয়েই আজকের এই পোস্ট 


  • Google কিন্তু Android Operating System তৈরি করেনি। এটা 2003 সালে তৈরি করেছিল Android Inc. কম্পানি যাকে পরে 2005 সালে 50 মিলিয়ন ডলার দিয়ে Google কিনে নেয়।

  • Android এর প্রতিটি ভার্সন এর নাম কিছু  dessert এর নাম অনুসারে অর্থাৎ কিছু মিষ্টি খাবারের নাম অনুসারে হয় এবং নামগুলি Alphabetical order এ চলছে।

  • Android একটি Open Source Operating System  আর এর Source Code ওপেন থাকায় User বা Mobile কম্পানিরা Source Code modify করে OS এ বিভিন্ন ফিচার যোগ করতে পারে।আর এই কারনেই একই Android version এর বিভিন্ন কম্পানির মোবাইলের User interface আলাদা ও আলাদা আলাদা ফিচার ও দেখা যায়।

  • Android Operating System প্রথমে মোবাইল বা ট্যাবলেটের জন্য তৈরি হয়নি। ডিজিটাল ক্যামেরার জন্য এই Operating System তৈরির উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করলে পরে তারা তাদের লক্ষ বদলে মোবাইলের জন্য Operating System তৈরি করে।

  • Android develop করেছিল Andy Rubin এবং তার Nickname অনুযায়ী এই OS এর নাম হয় Android । 

  • Android OS টি Linux OS এর open source code এর ওপর বেসড করে বানানো।

  • Android operating system এর প্রথম মোবাইলটির নাম ছিল Sooner এটি অনেকটা Blackberry এর মতো ছিল কিন্তু এতে বিশেষ কোনো ফিচার ছিল না এমনকি এতে Touchscreen ও ছিল না। কিন্তু এই মোবাইলটি Officially release করার আগেই Apple তাদের প্রথম i phone রিলিজ করে আর তাতে অভিনব কিছু ফিচার থাকায় Android তাদের Sooner রিলিজ করেনি।

  • Google বিভিন্ন Smartphone manufacturs কম্পানিদের ফ্রিতে  তাদের Android OS অফার করে এর জন্য লাইসেন্স বাবদ কোনো টাকা Google নেয় না।

  • First Android মোবাইল হল HTC Dream or T-Mobile G1 যেটা অফিসিয়াল ভাবে রিলিজ হয়েছিল এবং এই মোবাইলে Physical keyboard ছিল।

  • Android 3.0 এমন একটি Android Version যা কখনো কোনো মোবাইলে রান করা হয়নি।এই Version টি শুধুমাত্র ট্যাবলেট এর জন্য তৈরি হয়েছিল।

Facts about Android in bengali
Facts about Android in Bengali

  • 2004 সালে Samsung এর কাছে Android কে কিনে নেওয়ার সুযোগ আসে কিন্তু Samsung তখন Android এর কোনো ভবিষ্যৎ দেখতে পায় না আর সেই সুযোগ হাতছাড়া করে। পরে 2005 সালে 50 মিলিয়ন ডলার দিয়ে Google Android কে কিনে নেয়। Android এর প্রতিষ্ঠাতা Andy Rubin তার Operating System ডেভেলপ করার জন্য পর্যাপ্ত Fund ছিল না তাই সে প্রথমে Samsung কে approach করে পরে Google এর সেই প্রজেক্ট পছন্দ হয়।

  • Android সারা বিশ্বে 87% এরও বেশী Mobile Operating System এর Market দখল করে রয়েছে।আর শুধুমাত্র US Mobile OS Market এর 62% এরও বেশী দখল করে রয়েছে।

  • সারা বিশ্বে 400 এরও বেশী কম্পানি আছে যারা Android devices তৈরি করে থাকে।

  • সারা বিশ্বের মোধ্যে 2016 সালে ভারতে সবচেয়ে বেশী Android apps ডাউনলোড করা হয়েছে।

  • Microsoft Windows, iOS এবং Mac OS X ডিভাইস যত বিক্রি হয়েছে তার চেয়ে বেশী বিক্রি হয়েছে Android ডিভাইস।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ